ডার্ক ওয়েব সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা : পৃথিবীতে আপনার কাছে যে ওয়েবসাইট গুলো ভিজিবল বা এক্সেস করা যায় তা মাত্র ৫% আমরা দেখতে পারি যেটাকে আমরা সারফেস ওয়েব বলে থাকি আর বাদ বাকি ৯৫ শতাংশ ডীপ এবং ডার্ক ওয়েব। ভিজিবল বা সারফেস ওয়েবে মধ্যেই রয়েছে গুগল, অ্যামাজন ইত্যাদি যে গুলো আমরা সহজেই দেখতে বা এক্সেস করতে পারি। সারফেস ওয়েবে ডোমেইন নেইম গুলো রিডেবল হয়। যেমন: https://www.google.com. কিন্ত ডার্ক ওয়েবে ডোমেইন নেইম গুলো হিউম্যান রিডেবল না। ডীপ ওয়েব মূলত রির্সাচ ইডুকেশনাল আর সরকারী গোপনীয়তা কাজে ব্যবহার করা হয়। আর অপর পক্ষে, ডার্ক ওয়েব ব্যবহার করা হয় ইলিগ্যাল কাজে। ডার্ক ওয়েব মূলত হ্যাকার,ড্রাগস,মার্ডার করা জন্য লোক ভাড়া করা যায়। ডার্ক ওয়েবে প্রবেশ করা জন্য বিশেষ ব্রাউজার ব্যবহার করা হয় যার নাম tor browser. ডার্ক ওয়েব থেকে আপনি হ্যাকার ভাড়ার করা থেকে শুরু করে মাদক, বন্দুক কিনতে পারবে। তবে সেই দুনিয়ায় ডলার অথবা যে টাকা সরকারী ভাবে স্বীকৃত সেই টাকা গুলো চলে না। চলে শুধু ভার্চুয়াল ক্রিপ্টোকারেন্সি। তবে বেশি ভাগ লেনদেন করা হয় বিটকয়েনের মাধ্যমে। ক্রিপ্টোকারেন্সি মাধ্যম...
প্রশ্নটার উত্তর জানার খুব ইচ্ছা ছিল, তাই একটু ঘাটাঘাটি করে দেখলাম আসলে ১ টা ভুলকেই সেরা বলা যাবে না। ১০ টা ভুল আসলেই আমার মনে খুব লেগেছে কারণ এই ভুল গুলো না হলে আমরা আসলেই খুব শান্তিতে থাকতাম! :) নিচে কিছু বুলেট পয়েন্ট লেখছি ১. প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজ সৈনিক হেনরি ট্যান্ডি ফ্রান্সের একটি যুদ্ধক্ষেত্রে হিটলারের মুখোমুখি হয়েছিল। তখন হিটলার একজন সাধারণ সৈন্য ছিল। হেনরি চাইলে খুব সহজেই হিটলারকে হত্যা করতে পারতো। কিন্তু হেনরি আহত হিটলারের জীবন ভিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেয়। হেনরি সেদিন হিটলারকে হত্যা করলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইতিহাসের সবথেকে নৃশংস গনহত্যা সংগঠিত হতো না। ২. প্রকাশ হওয়ার পূর্বে জে কে রাওলিং-এর হ্যারি পর্টার সিরিজের পান্ডুলিপি ১২জন প্রকাশকের কাছ থেকে পরিত্যাক্ত হয়। শেষ পর্যন্ত বুমসবারি পাবলিশারের মালিকের ৮ বছরের কন্যা এলিসের পরামর্শ অনুযায়ী তার পিতা হ্যারি পর্টার পাবলিশ করে। বর্তমানে হ্যারি পর্টার ৬০টি ভাষায় অনুদিত হয়েছে এবং রাউলিং এ থেকে প্রায় ১বিলিয়ন ইউরো লাভ করেছে। ৩. গ্রীকরা রোমান নগর আলেকজান্দ্রিয়া দখলের পর আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। আলেকজান্দ...