প্রশ্নটার উত্তর জানার খুব ইচ্ছা ছিল, তাই একটু ঘাটাঘাটি করে দেখলাম আসলে ১ টা ভুলকেই সেরা বলা যাবে না। ১০ টা ভুল আসলেই আমার মনে খুব লেগেছে কারণ এই ভুল গুলো না হলে আমরা আসলেই খুব শান্তিতে থাকতাম! :) নিচে কিছু বুলেট পয়েন্ট লেখছি

১. প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজ সৈনিক হেনরি ট্যান্ডি ফ্রান্সের একটি যুদ্ধক্ষেত্রে হিটলারের মুখোমুখি হয়েছিল। তখন হিটলার একজন সাধারণ সৈন্য ছিল। হেনরি চাইলে খুব সহজেই হিটলারকে হত্যা করতে পারতো। কিন্তু হেনরি আহত হিটলারের জীবন ভিক্ষা দেয়ার সিদ্ধান্ত নেয়। হেনরি সেদিন হিটলারকে হত্যা করলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইতিহাসের সবথেকে নৃশংস গনহত্যা সংগঠিত হতো না।
২. প্রকাশ হওয়ার পূর্বে জে কে রাওলিং-এর হ্যারি পর্টার সিরিজের পান্ডুলিপি ১২জন প্রকাশকের কাছ থেকে পরিত্যাক্ত হয়। শেষ পর্যন্ত বুমসবারি পাবলিশারের মালিকের ৮ বছরের কন্যা এলিসের পরামর্শ অনুযায়ী তার পিতা হ্যারি পর্টার পাবলিশ করে। বর্তমানে হ্যারি পর্টার ৬০টি ভাষায় অনুদিত হয়েছে এবং রাউলিং এ থেকে প্রায় ১বিলিয়ন ইউরো লাভ করেছে।
৩. গ্রীকরা রোমান নগর আলেকজান্দ্রিয়া দখলের পর আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পুড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। আলেকজান্দ্রিয়া তৎকালীন পৃথিবীর সবথেকে সমৃদ্ধ লাইব্রেরি ছিল। একে পৃথিবীর জ্ঞানগর্ভ হিসেবেও বিবেচনা করা হতো। এই লাইব্রেরি পুড়িয়ে দেয়ার পর তৎকালীন পৃথিবীর প্রায় ৩ ভাগের দুই ভাগ জ্ঞানই চিরতরে হারিয়ে যায়।
৪. নেপোলিয়ন এবং হিটলার দুই স্বৈরশাসকই একই ভুলটি করেছিল। রাশিয়ার তীব্র শীতে নেপোলিয়ন এবং হিটলার কারো সৈন্যই টিকে থাকতে পারেনি। এই ভুলের কারণে হিটলার এবং নেপোলিয়ন দুজনেরই হারের তথা পতনের শুরু হয়।
৫. দ্বিকবিজয়ী আলেকজান্ডার দ্যা গ্রেট মৃত্যুর পূর্বে নিজের কোনো উত্তরসূরি ঘোষনা করে যান নি। যা তার পুরো পৃথিবী জয় করা সম্রাজ্যের পতন ঘটিয়েছিলো।
৬. ২০০৯ সালে ফেসবুক ব্রেইন অকটন এবং জ্যাম কউম নামের দুই প্রোগ্রামারের চাকরির প্রস্তাব নাকোচ করে দেয়। ফেইসবুকের কাছ থেকে ফিরে এসে এই দুই প্রোগ্রামার নিজেদের প্রোজেক্টে কাজ শুরু করে এবং হোয়াটসএপ তৈরি করে। এর কয়েকবছর পর ফেসবুক নিজের ভুল বুঝতে পারে এবং ব্রেইন ও জ্যাম এর কাছ থেকে প্রায় ১৯ বিলিয়ন ডলারে হোয়াটসএপ কিনে নেয়।
৭. ২০১৬ সালে ফ্রান্সের রেলওয়ে বিভাগ ১৫ বিলিয়ন ডলার মূল্যের নতুন আধুনিক সব ট্রেন অর্ডার করে। কিন্তু ট্রেনের প্রোডারশন শেষ হবার পরে দেখা যায় এই ট্রেনগুলো এতটাই চওড়া যা পুরো ফ্রান্স ব্যাপি প্রায় ১৩ শত রেলওয়ে স্টেশনে প্রবেশই করতে পারবে না। পরবর্তীতে ৫০ মিলিয়ন মূল্যের বিনিময়ে সেই ১৩ শত স্টেশন ঠিক করার স্বিদ্ধান্ত নেয়া হয়। একটু সতর্ক হলেই ফ্রেন্স রেলওয়ে বিভাগ এই ভুলটি সংশোধন করতে পারতো।
৮. নিকট ইতিহাসের সবথেকে বড় দাবানল একজন শিকারীর সামান্য ভুলের কারণে সংগঠিত হয়েছিল। আমেরিকার ক্যালোফোর্নিয়া অঙ্গরাজ্যে সংগঠিত এই দাবানল একটি ফ্রেয়ারের আগুনের কারণে সংগঠিত হয়। শিকাররত অবস্থায় দুই শিকারী আলাদা হয়ে গেলে একজন অপরজনকে খোঁজার জন্য ফ্রেলার নিক্ষেপ করে। এই ফ্রেলারই দাবানলের সৃষ্ঠি করে যার ক্ষতির পরিমান ১৫ বিলিয়ন ডলার।
৯. ডাচ বা নেদারল্যান্ডের নাবিকরা অস্ট্রেলিয়াকে বৃটিশদের প্রায় ১০০ বছর আগে আবিষ্কার করে। কিন্তু অনুর্বর মরুভূমি মনে করে সেখানে কলোনি স্থাপন করেনি। যা ডাচ ইতিহাসের অন্যতম বড় ভুল।
১০. রাশিয়ার বিশাল আয়তনের জন্য এর শাসকদেরকে বারবারই সমস্যায় পড়তে হয়। রাশিয়ানরা আলাস্কাকে একটি অনুর্বর ভূমি মনে করে আমেরিকার কাছে দুই পয়সা প্রতি একর বা প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছিল। ক্রয়ের কিছু বছর পরই আমেরিকানরা আলাস্কাতে অনেকগুলো সোনার খনি আবিষ্কার করে। এছাড়াও আলাস্কাতে রয়েছে প্রচুর সমৃদ্ধ জ্বালানী গ্যাস এবং তেলের খনি।

Comments
Post a Comment
Hi,dear!
If you want to know more about more.....
Than wait for admin and contact us.
Thank You.